Monday, January 10, 2022

গল্পটা টাকার নয় 'সততার'

বিকাশে ভুল নাম্বারে টাকা চলে যাওয়া/চলে আসা নতুন কিছু নয় আমার সাথে!
ভুলক্রমে আমার অনেক টাকা লস দিতে হয়েছে, আমার জীবনে শুধু একবার ভুলে ভুল নাম্বারে চলে যাওয়া ১০,২০০ টাকা নোয়াখালীর একজন ব্যক্তি ১২০০ রেখে বাকি ৯০০০ টাকা ফেরত দিয়েছেন (অবশ্য আমি বলছিলাম ৫০০ টাকা রেখে দিতে) তাও উনার প্রতি আমি এখনো কৃতজ্ঞ...

গত ১১ সেপ্টেম্বর আমার পারসোনাল বিকাশ নাম্বারে ২০,৪০০ টাকা ঢুকলো, স্বাভাবিকভাবেই আমি মনে করছি পরিচিত কারো টাকা, পরে খোঁজ করবে!

একদিন পর, ১২ সেপ্টেম্বর, সকাল ১১টার দিকে অপরিচিত নাম্বার থেকে কল আসলো একটা মেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললো,- আসসালামু আলাইকুম, ভুলে আপনার নাম্বারে ২০ হাজার টাকা চলে গেছে, (খুব বিনয়ের সাথে বললো কান্নার জন্য কথা বলতে পারছে না!

আমি বললাম,- আপনি কাঁদছেন কেনো? আপনার টাকা এসে থাকলে পেয়ে যাবেন, আপনি কোত্থেকে বলতেছেন?
মেয়েটা বললো,- শরিয়তপুর,
আমি বললাম,- আমি ব্যালেন্স টা একটু চেক করে আপনাকে ফোন দিচ্ছি!
দোকানে কেউ না থাকায় আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পরি, ততক্ষণে মেয়েটা শখানেক কল দিয়েই যাচ্ছে,!

কল রিসিভ করার পর, মেয়েটা বললো,- ভাইয়া টাকা টা খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বারে পাঠাতে দিয়েছিলাম আব্বাকে দিয়ে, কিন্তু ভুলবশত একটা নাম্বার ভুল লেখে দিয়েছি, যার কারণে আপনার নাম্বারে চলে গিয়েছে,
ভাইয়া প্লিজ আপনি দুই হাজার টাকা রেখে আমাকে বাকি টাকা টা ফিরিয়ে দেন প্লিজ, না হলে খুব সমস্যায় পড়ে যাবো...

শেষে নিজের ৫ টাকা খরচ করে ২০,৪০০ টাকা'ই ফিরিয়ে দিলাম!

মেয়েটা বললো,- (তৃপ্তির একটা হাসি দিয়ে) অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ভাইয়া, বললো, আপনাকে ২০০০ টাকা রেখে দিতে বলছিলাম !
আমি বললাম,- আপু আমি চাইলে পুরো টাকা টাই রেখে দিতে পারতাম! আমার জন্যে অনেক বেশি দোয়া করিয়েন, তাহলেই হবে!
মেয়েটা বললো,- আপনার প্রতি কৃতজ্ঞ ও আজীবন দোয়া করবো, ভালো থাকবেন...

"আসলে মানুষের দোয়া আর ভালোবাসা এমন একটা জিনিস যা  কখনোই টাকা দিয়ে কিনা পাওয়া যায়না!"

*স্রষ্টা সকলকে সততার সাথে চলার তৌফিক দিক!

এস.এইচ রুবেল
আহমদীয়া টেলিকম
শান্তির হাট (দক্ষিণ গলি), পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম...
১৫.০৯.২০২০

No comments:

Post a Comment

thank you...