Wednesday, January 5, 2022

বাবার স্মৃতিচারণ (ফেইসবুক পোস্ট)

খাঁ মসজিদের পুকুর ঘাট আর এই মানুষগুলোকে দেখলে আমার কলিজা ছিড়ে যাই!

' খাঁ মসজিদ', পুকুর ঘাট, জায়নামাজ, বাবার সঙ্গী, সবাই আছে! শুধু বাবা নেই...

বাবা জীবনের শেষ সময়গুলো 'খাঁ মসজিদের পুকুর ঘাট' আর এই মানুষগুলোদের সাথে কাটিয়ে গেল...

*এই মানুষটা বাবাকে নিয়ে 'স্মৃতিচারণ' করতে গিয়ে, 'বাবা সবাইকে বলত; 'আঁর পুয়ার লাই আঁই', 'আঁর লাই আঁর পুয়া'!

* সৈয়দুল মুরসালিন রহমতুলল্লিল আলামিন, গাউছে আজম বড়পীর রাদ্বিয়াল্লাহু আনহু, কাগতিয়ার গাউছে আজম রাদ্বিয়াল্লাহু আনহুর উছিলায় আমার পিতাকে মহান স্রষ্টা জান্নাতে আলা মকাম 'জান্নাতুল ফেরদৌস' ও প্রিয় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাক্ষাৎ নছিব করুক...

*আমার বাবার 'প্রিয়মুখ-প্রিয়জন' যারা জীবিত আছেন স্রষ্টা সকলের হায়াতে অফুরন্ত বরকত দান করুক...
_আমীন

#আঁর_বাপ
#নোট১৪

No comments:

Post a Comment

thank you...