উঁইন্নু না তোঁয়ারা হনোদিন সূর্যসেনঅর নাম?
জীবন দিয়িল দেশঅর তরে প্রীতিলতা-ক্ষুদিরাম
কেল্লা গাঁড়ি লড়াই গইজ্জি সৈনিক তিতুমীর,
শহীদ অইয়েরে পরান দিয়ি চাটগাঁর হতো বিদ্রোহী মহাবীর
প্রকৃতির প্রেমত মজি-গেই আঁই এই লাল সবুজুর দেশে,
গান গায় গেইয়ি শেফালী-শ্যামসুন্দর আরো হতো ফইর-বাউল বেশে!
থিয়েই আছে মঞ্চঅত আইজু জহুর আহমদ চৌধুরী
বারবার উঁনি চাটগাঁর ইতিহাসত মহিউদ্দিন চৌধুরীর বাণী!
লালডির ময়দানত হান পাতিলি উঁনা যায়
বঙ্গবন্ধুর সেই তেজোদীপ্ত ভাষন ;
‘তোরা দেখিস,
যেদিন আমার চট্টগ্রাম জাগবে সেদিনই
আমার বাঙালি জাগবে,
আমার স্বাধীনতা আসবে,
আমার বিজয় আসবে...
যেই দেশত গুলিবিদ্ধ শেখ মুজিবুর দেহ,
আশা ন গরি এডে কিয়ার আদর-প্রীতি স্নেহ!
স্বপনত দেহি নিশী রাতিয়ে নব জোয়ান ময়দানে,
মুক্তি তোয়ায় দিনুত রাজপথঅত মিছিলুর শ্লোগানে!
লউর ঢেউ বাইয়ে বউত স্বাধীনতাহীন রণে,
আপোষ নঅ গরে হনোদিন চাটগাঁয়াঅল শত্রু-অক্কুমুর সনে!
ইউসুফ জোলেহার কাব্য'অত বাঁচি আছে
কবি শাহ মুহাম্মদ সগীর,
চাটগাঁইয়ে পুয়া-বুড়োর মনত গাঁথি আছে হতো সুর
আব্দুল গফুর হালীর!
একদিন মলই ঘোষ দস্তিদার গায়িল ;
"অভাই আঁরা চাটগাঁইয়া নও জোয়ান
দইজ্জের কুলুত বসত গরি আঁরা সিনেদি
ঠেগাই ঝড়-তুয়ান"
চাটগাঁসহ পুরো বাংলাদেশঅত আছিল
যত বীর মহাবীর, লেখক-কবি গায়ক-গাজী
সশ্রদ্ধ সালাম'অর ওয়াঁরে বিয়াজ্ঞুনুর তরে জানাই শ্রদ্ধাঞ্জলি
কবিতা : বীরঅলর ভূমি চাটগাঁ
কলমে : এস.এইচ রুবেল (ফেরারী)
স্বেচ্ছাসেবক কর্মী ও ব্লগার
রচনাকাল : ২৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
No comments:
Post a Comment
thank you...