Showing posts with label #নিজের_ডায়েরি_থেকে. Show all posts
Showing posts with label #নিজের_ডায়েরি_থেকে. Show all posts

Monday, January 17, 2022

অ'বা তুই নাই বলে (ডায়েরি থেকে)

অ'বা তুই নেই বলে...         

খুব প্রভাতে, আসসালাতু খাইরুম মিনান নাউম বলে 
যখন মুয়াজ্জিনের আযানের ধ্বণি ভেসে আসে!
তখন কেউ আর বলেনা অডা অ'পুত উঠি যা, নামাজ পড়ে একটু হেঁটে আই!

আমি ২০০ টাকা দিলে কেউ আর  ৫০০ টাকার বাজার করে নিয়ে আসে না,
*দুপুরে ভাত খেতে বাসায় না গেলে কেউ দোকানের সামনে এসে জিজ্ঞেস করে না; "অ'বা অ'পুত ভাত হাতি'কা ন য'অস" আমি তোর জন্য পছন্দের মাছ নিয়ে গেছি😭

শুধু তুই নেই বলে 'অ'বা'

তুই নেই বলে 'মা' বিধবার সাজে হয়ে গেছে
নিথর নিশ্চুপ, আত্মীয়-স্বজন আর বোনরাও কেউ আসেনা আগের মত আমাদের কাছে
তুই অ'বা নেই বলে!

অ'বা তোরে মনে পড়ে
রেখে যাওয়া হাজার স্মৃতির ভিড়ে!
যখনই তোর রেখে যাওয়া স্মৃতিগুলোর দিকে তাকাই
মনে হয় তুই আছিস!

যখন খাঁ মসজিদে যাই, প্রথম কাতারের ডান দিকে আমার চোখ চলে যায়, মনে হয় তুই মাথা ঝুঁকে বসে আছিস, মনে হয় এই তো আমার চোখে চোখ পড়ে যাবে তোর... 

কিন্তু অকস্মাৎ যখনই মনে পড়ে তুই নেই
ব্যাথায় বুকটা যায় ভেঙ্গে!
বলত অ'বা কোন দোষে তুই?
আমাদের ফেলে গেলি একাকী  ঐ দূর আকাশে!
চির বিদায় দিয়ে এ নশ্বর পৃথিবীকে!
তুই কি, শোনতে পাস না আমার আহাজারি
ঐ দূর আকাশে বসে?
তোরও কি মন কাঁদে না আমার কথা মনে করে?
নাকি, সব গিয়েছিস ভুলে?
জান্নাতে মখমলের বিছিনাতে শুয়ে!

আজ দুইটা মাস অ'বা তুই নেই...😭😭

#আঁর_বাপ
#নোট২৩

Wednesday, January 5, 2022

বাবাকে নিয়ে লেখা 'কবিতা' | চাটগাঁইয়া | (ডায়েরি থেকে)

তোল্লই হাডাইদি অ'বা দিন ইয়িনুর হথা আইলি মনত, হাঁদানি আইয়ি বুক ফাডি, হইলজে যাইদে ছিড়ি,
আঁরে রাহি তুই ক্যানে গেলিগুই আল্লারত?

তোর ঐ আঁসিমুখ, দুনিয়ে ফরাই-ফেলানোর মত চোখ আঁই কি আর ন পাইজ্জুম চাইত?
অ'বা আঁরে কিল্লে রাই গেলি বিচ্ছেদ সাইগরত...
😭😭😭

#আঁর_বাপ
#নোট১২

মসজিদের প্রথম কাতারে বাবাকে খুঁজি (ডায়েরি থেকে)

মসজিদের প্রথম কাতারে (উত্তর দিকে)
অ'বা খুঁজি তোকে...

সবি আছে, একি কাতারে তোর সাথে বসা মানুষগুলোকেও দেখি, শুধু কোথাও তোকে দেখি না...

*চলে যেতে এত তাড়াহুড়া করলি কেনো?
আমি বুঝতে পারলাম না,
আমি ব্যার্থ একটা ছেলে ছিলাম তোর, ক্ষমা করবি না আমাকে?

তোর বিচ্ছেদ আমি আর সইতে পারছি না, ঘরে বাইরে কোথাও আমি তাকাতে পারছি না, সবখানে তুই...

*আল্লাকে বলে আমাকে নিয়ে যা তোর কাছে খুব তাড়াতাড়ি নিয়ে যা...

*তুই মানুষকে বলতি; 'আমার জন্য আমার ছেলে, 'আমার ছেলের জন্য 'আমি'!

এখন আমার জন্য রইলো কে?
😭😭😭

#আঁর_বাপ
#নোট১৩

বাবাকে নিয়ে লেখা কবিতা | চাটগাঁইয়া | (ডায়েরি থেকে)

আঁই ত আছিলাম অ'বা তুর নয়নর মনি
হৃদয় জুড়ি আছিল তুর ভালোবাসার হ'নি...

তুই অ'বা আজিয়ে নাই সুখ-দুক্কে আঁর ওয়াঁরে
তুই নাই অ'বা ভাবতেই দুই চোখুত শ'ওন (শ্রাবণ) মাসঅর ধারা নামে...

😭😭

#আঁর_বাপ
#নোট১৬

বাবাকে নিয়ে লেখা হয়নি যে কথা

ছেড়া লুঙ্গিকে কীভাবে ভাজের মধ্যে লুকিয়ে পরতে হয় বাবার কাছ থেকে শিখেছিলাম! অনেক যত্ন করে লুঙ্গি পরতো বাবা! এক লুঙ্গিতে তিন চার বছর অনায়াসে পার করে দিতো! ছোটবেলা থেকে বাবার পরনে নতুন লুঙ্গি ঠিক কখন দেখেছি আমার মনে পড়ে না! ঈদের আগে পুরোনো পাঞ্জাবি খানা বের করে দিতো মা! ধোপার বাড়ি ঘুরে এসে সেই পাঞ্জাবিই ঝকঝকে ঈদের পোশাক হয়ে উঠত!

নিজের জন্য নতুন কাপড়, এটা যেন বাবা ভাবতেই পারতো না! এটাকে স্রেফ বিলাসিতা আর অনর্থক অর্থ অপচয়ের কাতারেই রাখতো...

বাবার জীবন-যাপন সবটুকুই ছিলো আল্লাহর ওয়াস্তে!
নিজের জন্য কিছুই করেনি, বরং নিজের আইল কেটে পরের জমি বড় করেছে সারাজীবন...

আমার গরীব বাবার ঠোঁট জোড়া মধুর না হলেও অন্তরটা ছিলো বিশাল, হৃদয়টা ছিলো কোমল!
অভিমান ছিলো বাবার তীব্র, বাবা হুটহাট অভিমান করতো মার সাথে, আমার সাথে, কাউকে কিছু না বলে প্রায়ই চলে যেত বোনদের বাসায়!
রাতে গিয়ে যদি বাবাকে না দেখতাম, মাকে জিজ্ঞেস করতাম; বাবা কোথায়?
মা বলতো; তোর মেজো আপার কাছে গেছে, সকালে চলে আসবে!

😭😭

বাবার অভিমান দিন পেরিয়ে, রাত গড়িয়ে সকাল পর্যন্ত থাকতো, সেই যে বাবা চলে গেলো অভিমান করে 
'আজ ৪১টা দিন' হয়ে গেলো 'বাবা ফিরেনি',
'বাবা আর আসেনি', 'বাবা আর আসবে না,
মনটা বুঝতে চাচ্ছে না!
বাবার আদর, স্নেহ, ভালোবাসা, স্পর্শ থেকে আমি বঞ্চিত ভাবতেই চোখ ভিজিয়ে লাগাতার কাঁদতে চায় অশান্ত মন,
আমি হারিয়েছি আমার অনুপ্রেরণা, আমার শক্তি, আমার আত্মবিশ্বাস...
মন বলছে আমার নির্ভরতার আকাশ ভেঙে গেছে,
ভরসার অনুভূতি থেকে আজ আমি অনেক দূরে...

বাবা আমাকে আর অ'বা অ'পুত' বলে ডাকবে না, আর বলবেনা; অ'পুত আঁর ডাহে আই এক্কানা ব'য়'সুনা...

😭😭

*হে রব্বে ইলাহি, আমার পিতার সারাজীবন দুঃখে-কষ্টে কেটেছে, আমার পিতা এখন আপনার কাছে!
হে আল্লাহ, আমার পিতাকে শান্তি দান করুন, নাজাত দান করুন, আমার পিতাকে ক্ষমা করুন, সদা আপনার হাবীব ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দিদারে মগ্ন রাখুন...

*হে আল্লাহ, আমার মাকে হায়াতে আবদী শেফায়ে দায়েমী দান করুন!
~আমীন, ছুম্মা আমীন...

*রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা*

#আঁর_বাপ
#নোট২০

বাবাকে নিয়ে লেখা (আমার ডায়েরি থেকে)

"বন্ধু নাইরে বান্ধব নাই, আল্লাহ ছাড়া উপায় নাই, মুয়াব্বত'অর মানুষ পাইয়ুম হোন জায়গাত যাই"...?

এই লাইনগুলি বাবা গাইতো, পরের লাইনগুলি আমার মনে পরছে না!
আমি ছাড়া বাবার আর কোনো দুঃখ বা চিন্তা ছিলো না, হারদিন আমাকে নিয়েই ভাবতো, আমার চিন্তা করতো!😭
বাবা লাইনগুলি কেনো গাইতো আমি জানি না, লাইনগুলি গাইতে শুনলে আমি রাগ করতাম, বাবা আমাকে বলতো; তোকে বলছি না অ'পুত, তুই কেনো রাগ করছিস?

বাবার কন্ঠ সুমধুর, সকালে বাবার সুমধুর কন্ঠে 'দরূদে মোস্তফা' শুনে আমার ঘুম ভাঙতো!
বাসায় কেউ না থাকলে কোন কোন সময়, আমি নামাজ পড়ে হাঁটতে গেলে, বাবা রুটি বানিয়ে রাখতো, চা করে রাখতো!
আহা বাপ, হারিয়ে গেলি স্মৃতি গুলো রেখে, আমায় কাঁদিয়ে...
তুই চলে যাওয়ার পর প্রতিটা রজনী অশ্রুই ফজর হয়েছে!
তুই আমার স্বপ্নে আসিস না, এই ৪৬ দিনে শুধু একদিন আমার স্বপ্নে এসেছিলি...
আমার ঘুম হয়না, তুর কাশির শব্দ শুনি না, রাত-বিরাতে রেডিওটা কেউ আর বাজায় না...
আমিও আর বলি না "আঁর বাপ কি'রদ্দে এদ্দুর রাতিয়ে?

অ'বা, পত্তিদিন রাতিয়ে আঁর হোয়াপত আইস,
আঁরে এক্কানা দেহা দিয়ারে তুই যাইস...

*“রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা”

#আঁর_বাপ
#নোট২২