Showing posts with label #নিজের_ডায়েরি _থেকে. Show all posts
Showing posts with label #নিজের_ডায়েরি _থেকে. Show all posts

Wednesday, January 5, 2022

বাবার সাথে ঘুরেবেড়ানো ছোটবেলার অন্যন্য এক স্মৃতি (ডায়েরি থেকে)

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ প্রথম যাওয়ার স্মৃতি টাও বাবার সাথে...

২০০২ কিংবা ২০০৩ সাল, আমার বয়স ৭ কিংবা ৮ বছর, জুমাবার, মুষলধারে বৃষ্টির হচ্ছে, আমি, বাবা, মা, ফুফু, ফুফাতো ভাই (সালাউদ্দিন, মহিন ভাইয়া), এসকান্দর মামা, জিপ থেকে নেমে বাবা আমাকে একহাতে বুকে জড়িয়ে নিলো আরেকহাতে মাথায় ছাতা ধরে হেঁটে চললো দরবার শরীফের দিকে!

দরবার শরীফে পৌঁছার পর বাবা, এসকান্দর মামা, মহিন ভাইয়া মসজিদে চলে গেলো, আমি আর সালাউদ্দিন মা আর ফুফুর সাথে 'কাতিব মঞ্জিলে' চলে গেলাম, সেখানে ফাতেমায়ে ছানী জামানার রাবেয়া বসরী রূহানী আম্মাজান (রহঃ) এর চরণ যুগল ছুঁয়ে ধন্য হলাম, *সে বছর 'গাউছুল আজম রাদিআল্লাহু আনহু' দরবার শরীফে ছিলেন না দেশের বাইরে ছিলেন...

সেদিন বিকেল বেলা বৃষ্টি থামলো, বাবা হাত ধরে আমাকে দরবার শরীফের পশ্চিমে হালদা নদীর তীরে (আজিম্মের ঘাট) নিয়ে গেলো, আমার এখনো স্পষ্ট মনে পড়ছে বাবা আমাকে বলছে * 'আঁর পুয়ারে বড়ো মাছঅর খেলা দেহাইয়ুম' অর্থাৎ সে ঘাটে ডলফিনের আনাগোনা থাকতো এর পর যখনই দরবার শরীফে যেতাম ওদিকে গিয়ে ডলফিনের খেলা দেখতাম!

*বাবা কর্ণফুলী জুটমিলে কর্মরত থাকাকালীন,  কর্ণফুলী জুটমিল' মাঠে  সে সময় একটি 'এশায়াত সম্মেলন' অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে গাউছুল আজম রাদিআল্লাহু আনহু তশরিফ এনেছিলেন, সেই সম্মেলনের কিছু স্মৃতি বাবা কোনদিন ভুলেনি,
সেই সম্মেলনের কিছু ঘটনা বাবা বলতো,  প্রায়ই স্মৃতিচারণ করতো!!

*সর্বশেষ বাবার গাউছুল আজম দরবার শরীফ সফর ২০১৮ সালে (জিয়ারত করে এসে আমাকে বললো- কথা হয়েছে, খুশি হয়েছি অ'পুত, আমি বুঝিনি কিছু, এখনো বুঝিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি স্যান্ডেল কোথায়? বাবা বলেছে ফেলে দিয়েছি, ওখানে স্যান্ডেল পড়া যাইনা, আমার লজ্জা লজ্জা লাগছে)

*বাবার 'পীর মোর্শেদ' ভিন্ন হলেও বাবা সব সময় বলতো 'পথ একটা' যেই যাই বলুক, কানে নিস না!
আমাকে সবসময় দরবার শরীফের কাজে সহযোগিতা করতো, আমার বুকটা ফেটে যাচ্ছে সর্বশেষ মিলাদুন্নবীর মাহফিল থেকে ফিরেছি, বাবা দরজা খুলে দিয়েছে জিজ্ঞেস করছে খেয়েছি কিনা😥

গাউছুল আজম রাদিআল্লাহু আনহুকে তিনির মাদরাসাকে বাবা মহব্বত করতো, তার প্রতিদানও বাবা পেয়েছে,  গাউসুস সাকালায়েন বড়পীর গাউছুল আজম রাদিআল্লাহু আনহুর 'বেছাল শরীফ' '১১ রবিউস সানি' ও খলিলুল্লাহ আওলাদে মোস্তফা গাউছুল আজম রাদিআল্লাহু আনহুর 'বেছাল শরীফ' 'বুধবার' আমি বিশ্বাস করি আমার বাবা ইনাদের সাথে করেই স্রষ্টার দিদার লাভ করেছে!
*নিঃসন্দেহে আমার বাবা জান্নাতি*

সকলের নিকট আমার বাবার জন্য দোয়ার আর্জি রেখে, আমার দীর্ঘ লেখার ইতি টানলাম...

'রাব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব'

#আঁর_বাপ
#নোট১০

সে এক 'ছায়ার' কথা বলছি, বলছি বাবার কথা (ডায়েরি থেকে)

আমার একটা গাছ ছিলো;
গাছটি আমাকে ছায়া দিতো
বাতাস দিতো, অক্সিজেন দিতো!
একদিন আচমকা এক ঝড়ো হাওয়ায় 
'গাছ'টা হারিয়ে গেলো...
এখন
আমার মাথার উপরের ছায়া নেই,
জীবনের প্রচণ্ড তাপে বাতাস নেই,
আমার অক্সিজেন কই?
আমার গাছটা নেই...

*আমার বুকটা দীর্ঘশ্বাসে ভারি হয়ে আসছে...

*‘ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুসতাঈনু বিসসবরি ওয়াস সলাতি; ইন্নাল্লাহা মাআস সাবিরিন...

#আঁর_বাপ
#নোট১১