Friday, May 2, 2014

''আমার চোঁখে অশ্রু''

আমাকে কাঁদতে দেখলে তোমার
খুব ভালো লাগে তাই না ?
আমার চোঁখে অশ্রু
দেখলে নিজেকে ধন্য
মনে করো তাই তো ?
আমাকে যন্ত্রনায়
কুঁকড়ে যেতে দেখলে খুব আনন্দিত
হও তুমি তাই না ?
তবে তাই হোক,
আঘাতে আঘাতে জর্জরিত
করো আমার হৃদয় ।
বিদীর্ন হোক আমার মন ।
ভেঙ্গে যাক আমার
ভালোবাসার দেওয়াল ।
চোঁখে ঝরুক রক্ত অশ্রু ।
চুর্ণ - বিচুর্ণ হোক আমার অস্তিত্ব ।
জ্বলে যাক পুড়ে যাক আমার
আমি ।
পোড়া গন্ধের
বাতাসে তুমি নাও শান্তির
নিঃশ্বাস ।

No comments:

Post a Comment

thank you...