Friday, May 2, 2014

''Someone Special''


ছেলে: মন খারাপ?
মেয়ে: না তো...
ছেলে: কিছু ভাবছো?
মেয়ে: হুমমম।
ছেলে: কি ভাবছো?
মেয়ে: তোমাকে বলব কেন?
ছেলে: আচ্ছা... কাকে বলবে তাহলে?
মেয়ে: হাড্ডিওয়ালাকে।
ছেলে: হাড্ডিওয়ালা..!!? মানে??? কে সে?????
মেয়ে: হুম হাড্ডিওয়ালা। যার বুকের বা'পাশের একটা পাজর দিয়ে আল্লাহ্ আমাকে সৃষ্টি করেছেন।
ছেলে: ও আচ্ছা আমার বুকে বা'পাশে একটা পাজর কম নাকি?? তাই তো বলি দূরে থাকলে বুকের বা'পাশটা এত ব্যাথা করে কেন?!! হাড্ডি চোর......! এই দাও আমার হাড্ডি দাও।
মেয়ে: কিভাবে???
Boy hug the girl and said....
কখনো এই বুটা খালি করবে না....

Photo: Someone Special_______
ছেলে: মন খারাপ?
মেয়ে: না তো...
ছেলে: কিছু ভাবছো?
মেয়ে: হুমমম।
ছেলে: কি ভাবছো?
মেয়ে: তোমাকে বলব কেন?
ছেলে: আচ্ছা... কাকে বলবে তাহলে?
মেয়ে: হাড্ডিওয়ালাকে। 
ছেলে: হাড্ডিওয়ালা..!!? মানে??? কে সে?????
মেয়ে: হুম হাড্ডিওয়ালা। যার বুকের বা'পাশের একটা পাজর দিয়ে আল্লাহ্ আমাকে সৃষ্টি করেছেন। 
ছেলে: ও আচ্ছা আমার বুকে বা'পাশে একটা পাজর কম নাকি?? তাই তো বলি দূরে থাকলে বুকের বা'পাশটা এত ব্যাথা করে কেন?!! হাড্ডি চোর......! এই দাও আমার হাড্ডি দাও।
মেয়ে: কিভাবে???
Boy hug the girl and said....
কখনো এই বুটা খালি করবে না....

No comments:

Post a Comment

thank you...