Thursday, May 1, 2014

''জটিল প্রেমের গল্প''

-sorry
-its okay
-এহ its okay বলতে আসছে…?দোষ
তো তোমার
ছিলো,আমি তো ইচ্ছা কইরা মাথা নত
করলাম। -কীহ,দোষ আমার ছিলো…
-না তোমার খালা শ্বাশুরীর
ছিলো
-কীহ বললা তুমি?
-কিছুনা
-
তুমি একটা,তুমি একটা তিনশো পৃষ্ঠার
কেমিষ্ট্রী বই।
-এখন তো বলবাই
আমি কেমিষ্ট্রি বই,কয়দিন
আগে তো চারুকলা বই ছিলাম।
দেখলেই স্পর্শ কইরা অনুভব
করতে চাইতা।ঢং..…
-কীহ আমি ঢং করি?
-না,তোমার বাসার নিচের
ফ্লেক্সিলোডের দোকানদার
ঢং করে
-কথা নাই। -ওকে,নাই।
-হুম।
-তোম্র চেয়ে তো ঐ মেয়েটাঅ
ভালো।কি সুন্দর ছেলেটার নখ
গুলা কাইটা দিতেছে…ইস
আমার যদি ঐরকম একটা গার্লফ্রেন্ড
থাকতো,তাইলে সত্যি বলতেছি জন্মের
পর নখ কাটার কথা মনেও
আনতাম না.…
-কীহ!কী বললা তুমি?
-তোমার
বাবা মা কে বলো না কেনো?
-কী বলবো
-যে ইদানীং তোমার
কানে সমস্যা দেখা দিছে,ডাক্তারের
কাছে যাওয়া লাগবে।
-মানে? -আমার মনে হয় আজকেই
তোমার
বাবা মা কে বলা উচিত।
-কী বলা উচিত?
-যে তোমার ব্রেইন ও
ইদানীং কম কাজ করতেছে।
-মাথা গরম হইয়া যাইতেছে কিন্তু।
-বাবা মা কে এখনি বলা উচিত।
-কী বলা উচিত?
-যে তোমার জ্বর আসছে।
তাড়াতাড়ি ডাক্তারের
কাছে যাওয়া লাগবে। -
গা থেকে আগুন বের
হইতেছে কিন্তু।
-তাড়াতাড়ি বাসায়
যাইতেছো না ক্যান?
-বাসায় যাইয়া কী করবো?
-ড্রয়িং রুমের দক্ষিন পাশের
সোফাটার উত্তর পাশে বুক
শেলফের উপর
যে ডায়েরীটা রাখা আছে।
ঐখানে তোমার বাবার নাম্বার
আছে।তাকে কল দিয়া ফায়ার
সার্ভিসকে কে কল
দিতে হবে তো।
-আমি উত্তর দক্ষিন চিনি না
-তোমার
বাবা মা কে আজকে বলবা তো?
-কী?
-যে তুমি মানসিক ভাবে অসুস্থ…
-কী আমি মানসিক ভাবে অসুস্থ?
-যতদুর
মনে পড়ে,আমি তো এইটাই
বলছিলাম।
-আমি চললাম? -ওকে,চলো
-আমি একা যাবো
-তোমার
তো পায়ে ব্যাথা,হাটবা ক্যামনে?
-রিকশায় যাবো
-
তুমি রিকশা চালাতে পারো,আগে বলো নাই
তো
-মানে?
-
না মানে,তুমি বললা একা যাবা,আবার
বললা রিকশায় যাবা।রিকশায়
গেলে ত রিকশা ওয়ালাও
সাথে যাবে।কিন্তু
তাতে তো তোমার
একা যাওয়া হবে না।তাই
মনে করলাম,হয়তো তুমি রিকশা চালাতে পারো।
-আর কিছু বলবা তুমি? -
হ্যাপি বার্থডে..…
-এহ,আসছে আমার দরদী…হুহ
-সরি
-ইটস ওকে
-এহ ইটস ওকে বলতে আসছে।
ঝগড়া তো তুমি শুরু করছো -
কী আমি ঝগরা শুরু করছি?
-না তোমার বাসার কাজের
বুয়ার পিসতুতো বোনের
খুড়তুতো ননদ শুরু করছে…
-
খোদা আমাকে উঠাইয়া নিয়া যাও।
-খোদা ও যেই রিকশায়
যাবে,সেই রিকশার
রিকশাওয়ালা আমাকে বানাইয়ো..
….…
-ভাড়া দিবে কে?
-তোমার রিকশায় উঠবো না আমি -
চিন্তা নাই,তোমার
কাছে পয়সা নেবো না.…
(অসমাপ্ত)

No comments:

Post a Comment

thank you...